১)
কবিতা এখন কোষ থেকে কোষ
বেশ হয়েছে। নেই তাতে কোন দোষ।
রেশ রয়ে গেছে কিছু আদি অনন্তে
বসন্তে স্বাগত।সজ্জিত সে ফুলদেশ ।
২)
বিভেদ বাড়িয়ে কিছু মানুষ ক্ষমতা কিনে ফেরে
ভুল করে তাই মানুষে মানুষে করে হানাহানি।
তবে একথা সত্য, যাহা সত্য প্রকাশ হবে একদিন
সেদিন ধর্মের ধ্বজাধারী হালে পাবেনা পানি।
৩)
জ্ঞানে অজ্ঞানে চিরকালীন দ্বন্দ
সত্য আর মিথ্যায় আকাশ পাতাল ফারাক ।
সৃষ্টি গড়েছে মানুষ থাকে ভালো মন্দ
কেউ সাধাসিধে সরল কেউবা অতি চালাক।
৪)
কবে যে দেশের ভাল বুঝবে ওরা
নিজের ভালো চাইলে কি আর দেশ হবে সোনা?
সে সব মানুষ হারিয়ে গেছে স্বর্ণযুগে
কাজের নামে অকাজ করে, যত সব কচুরিপানা।