১)
কবির কথা কলম বলে
কবি মাটি থেকে ঘাসের খবর নেয়।
সূর্যের থেকে শৌর্য নিয়ে বাঁচে ,
কবির কলম বিকিয়ে গেলে তার মৃত্যু হয়।


২)
কাঠবিড়ালী  কাঠবিড়ালী
বল কোথা থেকে এলি ?
মনটা এসেই জিতে নিলি
কাছে আয় একটা ছবি তুলি।


৩)
অসময়ে কোকিল ডাকে
পুকুরপারে আমের শাখে।
ভাবি চশমা কেন নাকের ডগায় ?
হয়তো অতীত কিছু বলতে চায়।


৪)
এইতো আমার দেশ
লুকিয়ে থাকো অনন্তকাল।
মুখ লুকাও পড় ছদ্মবেশ
জাননা চলছে অশান্ত কাল।