১)
এবার কি তবে ভাসানের মন্ত্র
কি যেন বলছে বিশাল বাদ্যযন্ত্র।
পুরোহিত বলে গেছে বিদায়ক্ষন
যন্ত্র বলে ঠাকুর থাকবে কতক্ষণ যাবেই বিসর্জন।
২)
দুর্গা ভাসান আর নয়
দুর্গা জাগাও ঘরে ঘরে।
নইলে দেখতে হবে অসুর নাচন
আজ থেকে হোক শুরু লড়াই মরন বাঁচন।
৩)
মশা মারো চটাস চটাস কি দোষে ?
শুধু কি সেই রক্ত খায় চুষে চুষে?
সমাজে যারা ছারপোকা পোষে ,
একদিন তারাও খবর হবে জনরোষে।
৪)
এক আকাশ নক্ষতমণ্ডলী
যার। অঞ্জলিতে প্রায় অনুচর ।
বিশাল এই পৃথ্বীর তৃষা বারিধি
যার। সেই করে হাহাকার।