ভালবাসাহীন জীবন যেন এক জীবন্ত মরুভুমি
ধুধু বালুকারাশি উষ্ণতা মাঝে মাঝে মরুঝড়;
তীব্র অভিশাপ প্রেমহীন জীবন মৃত্যুর সামিল;
মরীচিকার মতন শুধু হাতছানি তৃষ্ণা মেটাবার।
মাঝে মাঝে মরূদ্যানের মতন পাই প্রেম ছায়া
ছুঁড়ে দেওয়া উচ্ছিষ্ট যেন কায়াহীনের কাহিনী;
যখন স্পর্শ করে করোটীর মতন জ্যোৎস্নালোক
ঘিরে ধরে মৃত্যু শীতলতা অস্বস্তির এক রাগিণী।


মন বলে এমন আমি চাইনি নাও ফিরিয়ে প্রেম
দেবেই যদি দিও কাননের হাসনুহানা ফোটাতে;
দিও প্রত্যূষের আলো নিদ্রিত পাখীদের জাগাতে
আর দিও অনন্ত প্রবাহিণী আকণ্ঠ তৃষ্ণা মেটাতে।