দাম বাড়াতেই হয়
তা'নাহলে পিছিয়ে পড়তে হয়।
এই যে তেল চুকচুকে রাস্তা
হাজার কোটিতে রফা হয় ।
আমায় নিত্য বুলি ঝাড়তে হয়।
সব কি আর এমনি এমনি হয়?
দেদার খরচ হয়!

দাম বাড়াতেই হয়
নইলে অন্যদেশ বড্ড এগিয়ে যায়।
দেশবিদেশের লোক আমদানি করতে হয়,
তাঁহাদের পরম আদরে রাখতে হয়।
গুণকীর্তির উপাসনায় উপঢৌকন পাই
সব কি আর এমনি এমনি হয়?
দেদার খরচ হয়!

দাম বাড়াতেই হয়
সাতসতেরো করতে সময় বয়ে যায়।
খেলাধুলা উৎসব খানাপিনা দান ধ্যান
শুধু ভাষণে চিড়ে ভেজানো যায়?
ইধার উধার করকে উপায় হোতা হ্যায়।
সব কি আর এমনি এমনি হয়?
দেদার খরচ হয়!