কি বলছেন !
এটাই পরিবর্তন।
যা হয়েছে ভালই হয়েছে।
সবটায় আপনার মস্তিস্কপ্রসুত
আপনি ছাড়া অন্য কেউ থাকলে
এই দেশটা বিক্রি হয়ে যেত অন্যদেশের মতন।
আপনি অনেক ভালো রাজনীতিটা বোঝেন তাইতো!


অন্যদের কোথাও খুঁজে পাননা।
আপনি যাহা বলেন তাহায় সত্য পবিত্র গীতার মতন।
তাই এই উপমা "'চালুনি আবার ছুঁচে দ্যাখে ছ্যাদা।''
আচ্ছা! ধার করে দান ধ্যান করছেন। শুধবেন কি করে?
ও আবার সেই ধার করেই সমস্যার সমাধান হবে তো?
কি করে? অর্থনীতি আপনার কথায় ওঠে আর বসে।
তাহলেতো আমাদের মাথা বিক্রি হবেনা তাই না!
বেশ তবে তাই হোক।
ধন্য রাজার পুন্য দেশ।