দিনের বেলায় স্বপ্ন দেখলে দিবাস্বপ্ন
এমনি একটা স্বপ্ন সেদিন দেখেছিল মানুষ
সবাই দুবেলা দুমুঠো খাবে
মাথার উপরে থাকবে একটু টুকরো ছাদ
আর পরিধান যোগ্য কিছু বস্ত্র পোশাক
আর থাকবে সকলের জন্য শিক্ষা আর স্বাস্থ্য
সাথে পরিষেবা সামান্য নিরপত্তা ।
এই চাওয়া কি অনেক চাওয়া ?
এত বছর পরে, তাই কি এখনো মেলেনি ?
এমন চাওয়া দুঃস্বপ্ন! হ্যাঁ এটাই তো দিবাস্বপ্ন !


এমন সামান্য চাওয়া কেউ চায় !
বাস্তবে এদের পাওয়া খুবই মুশকিল
যারা চায় ভুল করে চায়, হয়ে যায় দেশদ্রোহী
চায়লে চাও মসনদ চাও দশলাখি পোশাক চাও
মাছির মতন ভিন ভিন করবে নিরপত্তারক্ষী
শিক্ষা দীক্ষা থাকুক না থাকুক হও দেশনায়ক
তোমার প্রেরনায় তবেই হবে রাস্তা চকচকে
তুমিই একমাত্র সংস্কৃতিপরায়ন মানুষ, বসাবে জলসা
ত্যাগ তুমি করোনা, অন্যদের বলো ত্যাগী হতে ।
এমন বাস্তবতা দেখতে দেখতে মানুষ পাথর হয়েছে ।
    এসব এদের মানায় না তাই বোধ হয়...