আচ্ছা তুমি নাকি হয়েছ ডিজিটাল !
ডিজিট বলতে আমি বুঝি সংখ্যা ।
এই দেখ আমায় পেতে দশ সংখ্যায় ফোন করবে,
বিশেষ বন্ধু পেতে বিশেষ সংখ্যায় ফোন করবে ।
দিদি দাদা সমস্যার কথা জানবে সেটাও সংখ্যায় ;
ভোটটা নেতা নেত্রীকে দিও মনে রাখবে সংখ্যাটা ।
মানহানি রাহাজানি হানাহানিতে জানাবে সেই সংখ্যায় ,
রাস্তায় দুর্ঘটনা তুরন্ত জানাও সংখ্যা গুণে ।


টাকা পেতে চার সংখ্যা মনে রেখো ।
ওটিপি আসবে ফোনে, জানবে তুমি সঠিক কিনা ?
আধার বারো সংখ্যায় আরও কিছু জানাজানি ।
আরও কিছু আছে বিভিন্ন পাসওয়ার্ড !
সে গূলোও হবে নির্দিষ্ট সংখ্যা মেনে ।
সংখ্যায় সংখ্যায় হও জর্জরিত তবেই তুমি ডিজিটাল।