আর কবে বলো হবে
    দেশ দুনিয়াটা উদ্ধার।
মধুলোভীরা জেগে ঘুমায়
    মচ্ছবে চোরা কারবার।
আর কতদিন হীন পরাধীন
     কথার পিঠে শুধু কথা।
লক্ষ দোষে দেশ মাতোয়ারা
      স্বপ্ন মরে খুঁড়ে খুঁড়ে মাথা।
লাগামহীন যত অন্ধ আইন
     ক্ষীণ হতে ক্ষীণ নদী।
বৃষ্টি নেই আছে শুধু খরা
    মিচকি হাসি ক্ষমতার গদি।

স্বপ্ন খুইয়ে বোতাম খুলেছে
    ওদের চোখেতে ফুল্কি আগুন।
সেই আগুনের ঝলসানিতে
    রক্ত পলাশ দিগুন দারুন।
আনবে সেদিন ফাগুনের দিন
    বাজবে বুকে কাড়ানাকাড়া।
ইঁদুর গর্তে আঁধার লুকাবে
     আনবেই জয় বৃষ্টির ধারা।