আবার পাখীরা গাইবে, আবার ফুলেরা ফুটবে
(ওই) নদীটা যেমন বইছিল, তেমনি করেই বইবে।
এই পৃথিবী আমাদেরই ছিল
                       (তাই) আমাদেরই হয়ে থাকবে।।


প্রবল ঝড়ে যে বৃক্ষেরদল ছেড়েছে মাটির মায়া;
সেখানে এখন সবুজ পাতা ভবিষ্যতের ছায়া।
নষ্টজমির বুক জুড়ে দেখে ফসলের সম্ভার,
          আবার আমরা বেঁচে উঠি স্পন্দিত অনুভবে।
                    
পেটের দায়ে যে মানুষগুলো হাজার মাইল হেঁটেছিল।
তীরেতে ভিড়তে পারেনি ওরা, বেশ কিছু তার মরেছিল।
তাই শপথের গানে দিনরাত জেগে থাকি,
                         আনবোই দিন অসম্ভবের সম্ভবে।।