যাকে দেখেছিলে সে পাল্টে গেছে
সময়ের দাগ নিয়ে সেও আজ ছবি
যা ছিল থেকে যাবে হৃদয়ের পটে
আগামীর অক্ষরে ফোটাবে কবি।


যে নদী ছিল ঢলঢল টলমল
সেও কালের চক্রে হয়েছে শীর্ণা।
তাকে নিয়েই এ সমাজ এই দেশ
দিনে দিনে ঝলমল পূর্ণযৌবনা।


স্লেট আর পেন্সিল ছিল হাতে খড়ি
মা ঠাকুমার আদরে জীবন গড়াগড়ি।
আজ শুধু ছোটাছুটি যন্ত্রের কড়াকড়ি
দূষণের ভূষণেতে মন্ত্রীর বাড়াবাড়ি।


যা ছিল তা সত্যি ছিল থাক সে অন্তরে
দরকার হলে দেখো চোখ বুঝে ফুসমন্তরে।
মুক্তি পেতে গেও মায়ের ঘুম পাড়ানি গান
যন্ত্রের আছে যন্ত্রণা আছে অশেষ অবদান


××× আজকের কবিতা উৎসর্গ করলাম আমার প্রিয় কবি মাহমুদ রেজার ''আঁকা ছবি'' কবিতার চালচিত্র ধরে।