দোচালা
- অসিত কুমার রায় (রক্তিম)
নিজেই নিজেকে আবিষ্কার করলাম
ফসল কাটার জমিতে ।
আশেপাশে কাছে দূরে কেউ কোথাও নেই।
মাঝখানে একটা নিঃসঙ্গ দোচালা,
মাথার উপর মস্ত ধূসর আকাশ;
উড়ে বেড়ায় একটা দুটো অলস চিল।
যেন অপেক্ষা করছে কোন এক আতঙ্কের;
একটু একটু করে প্রহর কাটে!
তোমার সাথে প্রবল ইচ্ছা কথা বলার।
কোথা থেকে চকিতে বৃষ্টি এলো।
কে যেন বলে উঠলো এখানে চলে এসো।
একটু পরেই বৃষ্টি থেমে যাবে।
তখন চলে যেও আবার নিজের কাজে।
এমন ডাক কিছুতেই উপেক্ষা করা যায় না।
মন্ত্রমুগ্ধের মত এগিয়ে গেলাম নিশ্চিত আশ্রয়ের দিকে।