এখন শুধু যমের অরুচি হয়না ইশ্বরেরও হয়
এখন না চাইতে পেয়ে যাই
কত উপঢৌকন কত উৎকোচ দেব দাসী
দেবত্বর সম্পত্তি আলো শঙ্খ ঘণ্টা প্রসাধনী।
হাভেতেগুলো বোঝেনা রাত দিন
কেঁদে কেঁদে ঘুমের বারোটা বাজিয়ে দিচ্ছে
কি জ্বালা! কি মুশকিল!
আরে বাবা, তোদের দেওয়া পূজায়
ওরা হা হা রবে রাজত্ব করতে এসেছে।
এখন কাঁদলে কি হবে?


ওরা অতজন মহাবিদ্যায় এখন যথেষ্ট পারদর্শী
ওদের চাওয়াতে ভগবান ভুত শয়তান হয়।
আমি ও হয়েছি, আমার হাত পা বাঁধা।
এখন আর কেঁদে কি করবি বল
মর মর মর...তার চেয়ে মরায় ভালো।
দলে দলে এক্যবদ্ধ হয়ে মরতে পারিস,
আবার জাগতেও পারিস...
দেখছিসনা হাজার রাত্রি পেরিয়েছে
লড়াই কিন্তু জারি আছে।
জীয়নকাঠি আছে সেই তোদেরই হাতে।