মন ছিল বিষণ্ণ, সকাল ছিল ভীষণ চনমনে
নিমের ডালে দুটো বুলবুলি রোদ্দুর মাখছিল।
সরু ঠোট বাড়িয়ে একে অন্যের পালকে
বোধ হয় ভালবাসা খুঁজে ফিরছিল।
মাঝে মাঝে এদিক ওদিক এমনিই দেখে নিচ্ছিল।


ওরা উড়ে যেতেই একটা ঘুঘু দখল নিল।
নিমের ডাল খানিক দুলে উঠল।
আমরা ওকে রামঘুঘু বলেই জানি।
অ্যাসবেস্টস-এর চালে তিনটে শালিক।
একে অন্যকে নখে ঠোঁটে আঘাত করছে।
ঘুঘুটা নিশ্চিন্তে দেখছিল;
আর যেন মনে মনে ভাবছিল
একদিন সে বিশ্ব চরাচর দখল করবে।
তোরা লড়ে মরবি মর।


আমি বিষণ্ণ বিস্বাদ বোধ কাটাতে
এখানে কচি নিমপাতা খুঁজতে এসেছিলাম।
এসে মহাকাব্যের উৎস মুখ খুঁজে পেলাম।
আর কি চাই! এ যেন এক পরম পাওয়া।