ক্যকটাস কাঁটায় ক্ষতবিক্ষত
কাঁটাগুলো সৌজন্যবোধে সরিয়ে দিওনা ...
একদিন হয়তো রক্তের ফোঁটায় ফোঁটায়
লালফুল ফুটিয়ে রেখে দেব তোমার জন্য।
কিছুইতো দিতে পারিনি, শুধু এইটুকুই স্বান্তনা।


টিকটিকির মতন
প্রায় দেয়াল ছুঁয়ে পাহাড়ের সমতলে উঠেছি...
জিভ বের করে শ্বাস নিচ্ছি অনেক কষ্টে।
স্টলের উর্বশী কন্যা বাস্পায়িত কফি বাড়িয়ে দেয়।
সেই তরল এক নিমেষে ক্লান্ত শরীর জুড়িয়ে দিল।
ঠিক তখনই তোমার কথা মনে পড়ে গেল।


দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছে
ভোর হতে ঢের বাকি, জেগে থাকতে থাকতে ক্রমশ
সাগর ঢেউয়ের মতন ভয়ঙ্কর আতঙ্ক এগিয়ে আসছে।
আমার প্রবল চিৎকারে গাছের পাখীরা জেগে গেছে,
দুর্বিষহ যন্ত্রণায় কিন্নরীর গান ভেসে আসছে
ধীরে ধীরে যেন থিতিয়ে গেল যন্ত্রণা
মনে হল এ তোমারি গাওয়া দরবারী কানাড়া।