রক্তে কি তোর আগুন জ্বলছে  
      বক্ষে উতল সুনামি ঝড় ।
চক্ষে জ্বলে কি অধিকার নেশা
   উদরে দারুন ক্ষুদা কি তোর?
আর কেন তবে ঘরে থাকিস
    আয় নেমে আয় রাজপথে?
মাথার উপরে উদার আকাশ
    কলরব করি একসাথে।।


হকের পাওনা দেবেনা ওরা
দেবেনা তুলে একমুঠো ভাত ।
দেবে দেবে বলে কাটায় যে কাল
ভুখ হরতালে কাটছে রাত ।।


এক থেকে একে মাতব্বরি
চোখ রাঙানী আর জোচ্চুরি ।
প্রতিবাদী সুরে বেসুরে বাজায়
দেখায় ক্ষমতা ছল চাতুরি।


আমাদের কথা আমরা বলবো
আমাদের পথে আমরা চলবো ।
আজ না হোক কাল বুঝে নেব
অধিকার, লড়তে লড়তে মরব।।