ইচ্ছায় বাঁচি ইচ্ছায় আছি ইচ্ছায় প্রতিবাদ
ইচ্ছা ছিনিয়ে আনবেই ঠিক সেই রাঙাপ্রভাত ।
ইচ্ছায় হাত প্রসারিত হাতের উপরে হাত
ইচ্ছায় হবে পরাজিত ঘাত প্রতিঘাতে রাত ।।


ইচ্ছায় উড়ে আকাশ জুড়ে শান্তির পারাবাত
ইচ্ছায় ঝরে নদীর পাড়ে অজস্র জলপ্রপাত ;
ইচ্ছায় আগুন ফুলকি হবে দাউ দাউ দাবানল
ইচ্ছায় এখন সরাসরি খুঁজে নেয় রাজপথ ।।


ইচ্ছায় আজ একটু বাতাস হয়েছে তুফান ঝড়
ইচ্ছায় আজ সাগরে পাহাড়ে ঢেউ-এর কষাঘাত ?
ইচ্ছায় আজ নির্ভিক সেনা শত্রু যাও তফাত
বুকের ভিতর কি উত্তাপ যেন ফুটছে গরমভাত ।।





* বিশেষ কবির কবিতা মন্তব্য থেকে উঠে এসেছে এই কবিতা ।