একদিন জাগবেই জনতা আবার
সেইদিন খসাবেই মিথ্যা মুখোশ
একদিন ঝড় তুলে উড়াবো ধুলো  
সেইদিন রাঙা হবে ভোরের আকাশ ।


বারেবারে ঘুঘু এসে ধান খেয়ে যায়
আমরা যেখানে থাকি আঁধার ঘনায় ।
সোনালী স্বপ্ন কবে আসবে পাড়ায়
উপোসী জনতা থাকে অধীর আশায় ।


দিন তবু থেমে থাকেনা
কাজ গেছে কাজ নেই খিদে বোঝেনা।
রাত দিন আশা ক্ষীন
কথা দিয়ে কথা ওরা কেউ রাখেনা ।


কাঁধে কাঁধ জুড়ে প্রাচীর গড়েছি  
দীপক আর মল্লারে সুর বেঁধেছি ।
এইবার জাগ্রত জনতা পাবে মুক্তির দিশা  
সেইদিন মাঠভরা ধান আমাদেরই হবে।