ঠিক কতবার মিথ্যে বলতে বলতে
   জনগন ভেবে নেয় ওটা সত্যিকথা ।
ঠিক কতবার আগুন ঢাকতে ঢাকতে
    দাবানল হয়ে সেটা দেবেই দেখা ।
মুখ মুখোশের তফাতটা বুঝে গেছি
   শুধু ভুলিনি সেই প্রতিশ্রুতির কথা ।
  
এখনো জমছে আঁধার সমাজের অলি গলিতে ।
এখনো আস্ফালন আলোর কণা ছেঁটে দিতে ।
শুরু হয়ে গেছে আজ লড়াইটা মুখোমুখী
  পারবেনা কেউ আর কোথাও পালাতে?

প্রতি হাহাকারের আজ প্রতিকার চাই চাই,
স্বপ্নটা কেন বার বার ভেঙে খানখান হয়?
শুরু হয়ে গেছে আজ, লড়াইটা মুখোমুখী
পারবেনা কেউ আর কোথাও পালাতে?