ঘড়ি স্বার্থপর সে নিজেকেই ভালবাসে
কারোর কথা ভাবেনা ।
একা একাই পথ চলে অনন্তকাল...
কখনও ফিরে দেখেনা।

অনুপম হেমন্তে উষ্ণতা কমে আসে
মন পবনের হিমের ছোঁয়ায় পাতা ঝড়ে।
তেমনই নদীর নাব্যতাও যেন কমে আসে
তখন তুমিও দেখি বহুদুরে যাও সরে।

মেঘ সরলেই রোদ্দুর
রোদ পরলেই ঝলমল।
ঝলমলেতে মন খুশি
খুশিতে মন কল্লোলিত কল্লোল!


মায়ের কোন জাত হয়না।
সদ্যজাতা'র মা মরেছে তার কান্না থামেনা।
অন্য এক মাতার স্পর্শে থেমে যায় তার কান্না
সবাই জানে সত্য,মায়ের যে কোন জাত হয়না।