ভাল লাগা মন কথা
  বলে দেয় কত কথা।
রয়ে যায় অনেক না কথা।
       যা হয়ে যায় শেষে রূপকথা ।

এখানে না ওখানে না
বনপথ আজ ভাষাহারা।
এ যে কাঁটা বিছানো অজস্র
কোথায় যাই লাগে খুব দিশাহারা।

এপারে হাসি ওপারে কান্না
এ যেন সুয়োরানী দুয়োরানী।
এ ও প্রকৃতির এক খামখেয়ালীপনা
হেথা অভিশাপ হোথা ঝরে আশার বানী।

সুর তাল লয়ে মেলবন্ধন দারুন
গগনে বর্ণছটা মনে ময়ূর মেলছে পাখা।
লুকিয়ে কোথায় ডাকছে কোকিল কুহু
ওইতো বোধহয় গান গেয়ে যায় সখা।