একটুকু ছোঁয়া হৃদয়ে শিহরন
সেই স্মৃতিতে এখনও বিচরণ।
অপূর্ব রক্তিম ছিল সে বিচ্ছুরণ
জানি সে আমার‍ স্বেচ্ছা সহমরণ ।

পুরনো যা কিছু থাক মণিকোঠায়
সময় সুযোগে চিলেকোঠা থেকে নামায়
কিছু প্রশ্ন তোমায় কিছু আমায়
সব হবে আসুক আগে সঠিক সময়।


অবশ্যই সূর্যের ধার করা কিরণে উদ্ভাসিত এই দিবস
     নইলে কোথায় হারিয়ে যেতাম ঘন-তমসার অন্ধকারে।
বুকের ভিতর এই যে সমীর এইযে ঝরঝর ঝরে বরিষধারা
     তাইতো থাকি সারাজীবন কৃতজ্ঞতায় মাথা নত করে।

যে হারিয়ে যায় তাকে কোথায় পায়
যে চলে যায় সে ফেরেনা আর।
শুধু তার পথ চেয়ে দিনরাত্রি ফুরায়
ঝাপসা চোখে নেমে আসে অন্ধকার।