কি কথা রয়ে গেছে সংগোপনে
তাই কি আছ আজ আনমনে ।
দেখো সন্ধ্যামালতি ফুটেছে
জ্যোৎস্না আসে অমারাত গেছে।

কি যে সব হয়ে গেল এলোমেলো
কি কথা হয়েছিল আর এখন কি হোল।
বাগান রচনায় কি কোন ভুল ছিল?
বসন্ত-রাজ তাই কি পথ ভুলে গেল।

কথায় কথানদী কবিতা
শিল্পীর চক্ষে সবই'তা।
সকাল হয়েছে রোদ্দুর হাসে
শিশিরের গান সবুজ ঘাসে।


জীবনের সব কিছু দিতে নিতে জানতে চাই
     শৈশব কৈশোর যৌবন যেমন ছেড়েছি।
ঠিক তেমনি গুটিপোকা'র মত ছেড়ে দেব সব
     মানসিকভাবে সেইভাবে প্রস্তুত আছি।