অনন্য কাব্য কথন
কি ভীষণ আবেগপ্রবন
কত সহজেই আগমন বিসর্জন
ক্যনভাসে তুলি বুলিয়ে আনো বসন্তদিন।


ভাবি, যা হয়নি তা কোনদিন হবেনা
তবু যেন মনে হয় যদি সে ফিরে আসে।
কি দিয়ে করব যে তোমায় বরণ
রিক্ত দুহাত বাড়িয়ে দেব মুক্ত হাসি হেসে।


জীবনের শুরতেই ডেকেছি বলে মা
জীবনের শেষেও যেন বলতে পারি মা।
জন্ম তোমার কোলে মরি ও যেন এইখানে
ইচ্ছা হেথায় জন্মে যেন বলতে পারি মা।


         সেই যে সেই বীরাঙ্গনা নারী।
দুঃখ যাতনায় লড়ে গেছে
মৃত্যু তাকে বরণ করেছে
        নস্যাৎ করেছে উপহার সরকারী।