জানিই তোমার আমার মাঝে চোরাবালি
       কিছুই করতে পারবেনা।
ঠিক খুঁজে নেব তাই দুয়ার খুলে রাখি।
       এই অপেক্ষা বৃথা যাবেনা।


কর্মের ফল সবাই আশা করে
কখন সঠিক কখনো অন্য সুরে।
তবে কী ব্যর্থ হবে এই মহাজীবন
আলো ফুটবে হলে আঁধার অবসান।

দারুন এক সময় আসছে আসুক
   উঠুক সূর্য বাজছে বাজুক তুর্য।
বাতাস ছুটুক ভাঙছে ভাঙুক ঘুম
   কাঁপছে কাঁপুক অসাম্যের দুর্গ  ।

এখনো আরও মাথা উঁচু করে চলতে হবে
       শঙ্কার গভীরে ডুব দিলে কি হবে?
বাঁশ বনেতে শিয়ালের চলছে দখলদারি
       দড়ি ধরে টান যে এবার দিতেই হবে।