সবাই জানে ভাঁড়ে মা ভবানী
ন্যকা সাজি হাত পাতার সময়।
যাহোক কিছু পাচ্ছি তাঁর গুণগান গাই;
সিঁদ কাটছে ভাবের ঘরে সেদিন দুরে নয়।


অপূর্ব প্রেমের কাছে বারে বারে হারতে চাই।
     আমার বিপরীতে থেক প্রিয়তমা।
মালা গেঁথে গেঁথে দিন ফুরিয়ে সন্ধ্যা ঘনায়
     জানি সেতো তোমার জন্য তিলোত্তমা।


শুধু একদল ভগিরথ আসবে
      ওরায় গঙ্গা ছিনিয়ে আনবে।
শিকল ভেঙ্গে স্বাধীনতা পেতে
       প্রয়োজনে রুধির মাখবে।


আসবে সেই দিন আসবে
ফুটবে ফুলেরা সব ফুটবে।
গাইবে সবাই আনন্দগান গাইবে
সেই মুক্তির দিন নিশ্চয় আসবে।