রোজ রোজ একই রকম দিন থাকেনা
নতুন দিন নতুন আশার বর্ষায় ভাসে।
কত যে জল যায় ভেসে নদীর স্রোতে স্রোতে
সেই জলই বাস্প বৃষ্টি হয়ে ধরায় ফিরে আসে।


কবিতা কবির মনের ভিতর বৃষ্টি
কবিতা কবির ইচ্ছা নদীর বাঁক।
কবিতায় হোক সকালের সন্ধান
কাব্য সবিতায় স্বচ্ছ আলো ছড়াক।


ছবি এঁকে যায় এ মন যখন
শুরু থেকে সেই শেষ তুলির টান।
তুমি হয়ে যাও অপরুপা তিলোত্তমা
ধীরে ধীরে হয়ে ওঠো অমুল্য এক প্রাণ।


যখন যেমন যে বা যারা পারে
চেষ্টা করে মরনপণ দেশের তরে।
তাঁরা নিবেদিত প্রাণ অনন্য মহান
জনগণ বড় বোকা উলটো অর্থ করে।