এই নবান্ন উৎসবের সবটায় থেকে গেল কল্পনা।
নিজে আর চাক্ষুস করবার সুযোগ হলনা।
তবু অন্য অনেকের খুশির হোক আঁকা আল্পনা
চাষির সুখ কাড়তে মহাজন যেন আসেনা।

অপূর্ব বর্ণ ছটায় কবিতা হয়েছে
            অভিসারিকা সালাঙ্কারা।
অপুরুপ রূপ মাধুরী বিশ্বজনসমক্ষে
                উদ্ভাসিত বরিষধারা।


একি পরম চরম বেদনা প্রশমিত হোক
এতো যে হৃদয়ে রক্তক্ষরণ বন্ধ হোক।
এই যে এত নিঃশব্দের হাহাকার স্তব্দ হোক
আসুক মুক্তি-আলো বিশ্বচরাচর উদ্ভাসিত হোক।


এমন সৎ বোধিবৃক্ষ ছায়া
আত্ম সাধনে বড় মায়া।
ত্যাগের প্রতীক হতে চাওয়া
মাঝে মাঝে উদার হওয়া।।