দেশের জন্য দশের জন্য প্রতিশ্রুতি দেবেন
মানুশের হাজার সেলাম সেইমতো পাবেন।
তখন চোদ্দপুরুষ আয়েসে পায়েশ খাবেন
একবার যদি ভোটে জিতে গেলেন।


পুরাতনেই নতুনের বীজ
প্রকৃতি তুই সাজ আবার সাজ।
ঝরিয়ে দিয়ে জরা জীর্ণতা
নবীনের তারুন্যে আবার সাজ।


জীবন এমনি করেই
এক একটা দিন সরিয়ে নেয়।
আমার হরিষে বিষাদে
হৃদয় পিঞ্জর কাব্য লিখে যায়।


এভাবেই কি শেষ হবে এই দেশ
নিত্যি নতুনে ঠকে যাওয়ার পরিবেশ।
স্বাত্বিক সত্তায় ছুটে আসে দরবেশ
দিন ফুরাতেই খসে পড়ে মুখোশ।