এপারে ওপারে নদীর দুপারে
হাসি কান্না দুঃখ সুখ ঝরে।
এপারে মন্দিরে বকুল ঝরে
ওপারে হাস্নুহানা মাটির কবরে।


বাঁচার জন্য লড়তে হবে
চোরা পথে নয় গায়ে গতরে খেটে ।
এই পোড়া দেশটাকে গড়তে হবে
কেউ খাবে খাবেনা কেন থাকে আধা পেটে?


ভালবাসায় পুড়লেই খাঁটি হয় সোনা
পুড়লেই হারায় অহংকারের ডানা
পোড়া মাটিতেই ফোটে হাস্নুহানা
ভালবাসা যুগে যুগে প্রজাপতি ডানা।


ভালবাসা ভালবাসা
অপূর্ব এক আলোয় ভাসা
ভালবাসা আলো আশা
বাবুই যত্নে বুনছে বাসা।