জীবনে মরনে আমি তুমি সবাই সমান
মিথ্যে প্রথার বিভেদে কেন হয় অসমান।
নিজ নিজ অধিকার বুঝে নিতে হয়
পায়ে পায়ে মিছিলেতে মিলতেই হয়।


রোদ ঝড় বৃষ্টিতে জীবনের রসদ মেলে
ভালো কী লাগে যোগে বিয়োগে শুন্য পেলে।
আকাশ ভরা সূর্য তারা আপনে আপন আত্মহারা
তিলে তিলে জীবন কলস আলো আঁধারে হোক ভরা।


এমন বিরহ যাপণে সেইতো আসে
দুই চোখেতে বৃষ্টি আসে
এই আষাঢ় শ্রাবণ কি ফাগুন মাসে
দীর্ঘশ্বাসে বাতাস ভাসে।


তুমি আমি আরও অনেকেই
একটা পবিত্র সকাল খুঁজে চলেছি।
প্রতিদিন অসহ্য যন্ত্রণার অমাবস্যা
পথ খুঁজে নিতে রাত্রি জাগছি।