কবিরা শব্দ দিয়ে দেশ বানায়
তার ভাষায় হয় তাঁর পরিচয়
যখন তখন বৃষ্টি রক্ত ঝরায়
নিজে ভাবে অন্যকে ভাবায়।


ওদের কে দেখে শেখো ও যখন কাঁদে
ওর পরিশ্রমে দিব্যি থাকি দুধে ভাতে
ফসল ফলাতে ওর শরীরে ঘামের গন্ধ
সম্মান দেয়না মঞ্চ আমরা যে জন্মান্ধ।


আলো দাও আলো দাও
কি ভীষণ চারিদিকে অন্ধকার।
কেড়ে নিচ্ছে যারা আলো
সেই অসুরের আজো হয়নি বিচার।


অপূর্ব সম্মিলিত বোধ জন্ম নেয়
সেখানেই দেখি উৎসারিত আলো।
সরে যায় কালো হৃদয়ে ঝরে আলো
অসুর নিধনে প্রাণে প্রাণ শপথ নিলো।