তুমি ও জানো আমিও জানি
কোন খোঁচাতে হৃদয়ে রক্ত ঝরে।
উঠান জুড়ে অঝোর বৃষ্টি পড়ে।
গল্প শেষে নটে গাছটি মরে।


জীবন জুড়ে কি চঞ্চলতা
জীবন যেন আলো আঁধার নামতা।
লিখে রাখে সবই তার যে খোলা খাতা
সময় এলেই একে একে ঝরবে সব পাতা।

আমরা লড়ি মরি
ভেঙে আবার গড়ি
হাতে থাকলে ছড়ি
কাউকে কেয়ার করি?


মৃত্যু সে সুন্দর জীবনে অবশ্যম্ভাবী
তবু তাঁকে ভেবে ভয়ে ভয়ে মরি।
ও যে তিনি মহাজন মহাজ্ঞানী
জীবনে মরনে গোনে পাড়ানীর কড়ি।