চোর চোর চোর দেশ জুড়ে চোর
এরা কি আনবে সোনালী ভোর।
এরা তো চশমখোর মাকেবিকোয়
লাভের অঙ্কে খুশি থাকে রাতভোর।


দাদা কেমন হাঁদা জেলের ভাত খায়
দিদি কেবল সকাল সন্ধ্যে চেঁচায়।
টিকটিকিরা টিকটিকিয়ে জটের গিঁট খোলে
নাকি সত্যটাকে মিথ্যে ধাঁধায় ঘোলে।


তোমার ছবি আবার আসুক ফিরে
হাসিমুখের দিশা আবার দেখাও।
যে ভাবে ফুল ফোটাতে ভোরে
তেমনি করে হরেক ফুল ফোটাও।


শিকল ভাঙার সুরে সুরে জীবনের গান
ভেসে ভেসে দেখি আসে ওই।
প্রাসাদের চূড়া ভেঙে ভেঙে যায়
সোনালী দিনের ফসল ফলেছে ওই।