আমরা কবে আবার এক হয়ে বলতে পারব
আমাদের ন্যায্য অধিকার চাই।
খেয়ে পড়ে শিক্ষা স্বাস্থ্য আনন্দে
মাথা উঁচু করে নির্ভয়ে বাঁচতে চাই।


কি করে নিজেকে আড়াল করে রাখব
তুমি শব্দে নিঃশব্দে বলে দিও...
প্রত্যেক মুহূর্ত যদি এমন ক্লাসিক উত্তরণ
তবে আমি ক্যামেরার কোন দোষ দেখিনা।


তোমরা যুগ যুগ ভালো থাকবে তোমার জয়াকুঞ্জে
অলিরা সব আসবে গুণ গুণ গুঞ্জরনে পুঞ্জে পুঞ্জে।
বসন্ত উৎসবে রঙের ফাগুনে বসন্ত সমীরণে
কেউ রবেনা ঘরে সবাই যাবে দুরের পলাশবনে।


একদিন যা ফুল কাল সে যায় ঝরে
একদিন সে কুঁড়ি কাল সে ফুল ফোটায়।
নতুন দিনের অপেক্ষায় রাত্রি জেগে থাকা
সূর্য উঠে দিন আসে রাত্রি ফুরিয়ে যায়।