ঋতু বৈচিত্রের কি আশ্চর্য মায়া
এই রোদ্দুর এই ছায়াতে তরী বাওয়া।
কখনও দেখিনি কায়া অনুভবে অনুক্ষনে
তাঁর নিত্যি নতুন ধরায় আসা যাওয়া।

দারুন একটা মুহূর্ত সৃষ্টি
চোখে নিশ্চয় শ্রাবণ বৃষ্টি।
কুন্তলেতে তুষার তবু ও লাগে মিষ্টি
লাজে বুঝি সরিয়ে নিলে কি দৃষ্টি ।

গেয়েছ কি বসন্ত গীত!
গেছে কি চলে পত্রঝরা শীত।
রাজ রাজেশ্বর হয়েছে উপস্থিত
বরণ করে তাঁরে জাগাও সম্বিত।

বসন্ত প্রবাহ বহিছে পবনে ,
ওরা থাকুক কুহু কলতানে,
তুমি কোথায়? এসো কাননে ,
ক্ষণে ক্ষণে যে বসন্তবাণ হানে।