এক পৃথিবীর স্বপ্ন আজো তোমার চোখে মুখে
এখনও তাজা প্রাণবায়ু তোমার ছোট্ট বুকে।
না পেতে পেতে বঞ্চনায় যে ফুল গেছে ঝরে
এসো কিছুক্ষন সবে মিলে স্মরন করি তাঁরে।

অপূর্ব এক বিচ্চুরিত আলো
দিনের রবি কিরণ ছড়ালো।
আঁধার যত ছিল কোথায় হারালো
অমর সে চিরবিপ্লবী শহীদ হয়ে গেল।


এমনি ওরা যে আমার বড় আপনজন
     দেখিয়ে দিয়েছে পৃথিবীর আলো ।
আজো ওরা এখনো শয়নে স্বপনে সুখে দুঃখে
     আমাদের চায় সবসময় ভালো।


পড়ন্ত রোদ্দুর শেষে নামে সন্ধ্যা রাত্রি
শান্ত হোক জীবন কিছুক্ষন শুধু বিরাম।
দিগন্ত আবার ডাক দেয়, সূর্য ওঠে পূবে
দুরন্ত ক্ষিদে মন প্রাণে আবার ছুট অবিরাম।