মা আর সন্তান ভীষণ নাড়ীর টান
      টুকরো কথায় মান অভিমান।
কারণ অকারনে চক্ষে আসে বান
     ভাল্লাগেনা কিচ্ছু তুমি নেই যখন ।


মায়ের কোলে মায়ের কাছে শেখা
       আমার পৃথ্বী চক্ষু মেলে দেখা
হাতে হাত বুলিয়ে উঠলো ফুটে রেখা
     মাতৃভাষায় মায়ের নামটি লেখা।


মা'যে মাঝে মাঝে কোথায় হারিয়ে যায়
     নীরবে সরবে খুঁজে খুঁজে বেড়াই।
এখানে ওখানে না পেয়ে হতাশ হয়ে যাই
       উঁকি দিয়ে অন্তরে তোমায় পেয়ে যাই।


মায়ের নামে বুকের ভিতর
           আজকে যেন একটা শুখা নদী।
একবার যদি মা'কে ফিরে পেতাম
        তবে আকাশ বৃষ্টি দিয়ে উত্তাল হতো নদী।