গদ্যে যে চোখের জল ঝরে
পদ্য পাঠেও সেই জলই ঝরে।
এক হৃদয় হতে একই নোনাজল
তবে কেন তর্কে মাতে রসাতল।

ঠিকই আমরা বৃষ্টি শেষের খবর দিই
কোথায় কত কাশ শিউলি, কখন আসে শরত।
কে কতটা গলাজলে তারও খবর রাখি
যে খবরটা সেন্সর, আমরা তখন ভয়ে জড়ভরত ।


যে যা বলে বলুক আমি আমার মত
আমার মনে যত খশি আর ক্ষত ।
আখর কাটি ছবি আঁকি কত শত
আমিই আমার জবাব দিই লিখি যত।


ঝড় বাদলে আমি তোমাকে চাই
আলো উৎসবে তোমাকেই চাই।
মরু প্রান্তরে তোমাকেই চাই
শেষবেলার ছোঁয়াতে তোমাকেই চাই।