জগতে মা সূর্যের মত সত্য
জলের মত সহজ সরল ।
নদীর মত মমতাময়
মাটির মত সর্বংসহা অবিরল... তবু

মায়ের কোন জাত হয়না।
সদ্যজাতার'র মা মরেছে ।
পুত্রহীনা'র পীযূষ ধারায় শান্তি
কেউ কি তখন জাত ধরেছে... তবু

জগতে মায়ের অবদান ভুলিনা ভুলোনা।
মায়ের প্রতি অবহেলা নয় কক্ষন।
মা'যে আমার জীবন দেখার সাথী
মাটির মতন খাঁটি হয়না পূরানো...তবু

চাঁদের মতন মুখটা করে
আমায় চুমো দিতে।
তোমায় বড্ড মনে পড়ে
একলা ঘরে বিজনরাতে... জানিনা!


*** কেমন আছো বৃদ্ধাশ্রমে;