ভুলতে চাইলে ভুলতে পারিনা।
কেন জানি রক্তাক্ত দাগটা রয়ে গেছে।
ভুলে গেছি সেসব যন্ত্রণা, দাগটা মনে করিয়ে দেয়
সে নাকি ফাগুন এনে ফুল ফুটিয়ে দিয়ে গেছে ।


সুন্দর হয়েছে চাঁদ ফুল মাটি পথ জ্যোৎস্নাকে
              যখন আপন করে নিয়েছি।
মুখ ফিরিয়ে রেখেছে প্রেয়সী সে বুঝি অভিমানী
             তাইতো বাঁশের বাঁশিতে সুর ধরেছি।


একে একে ওরা চার
হয়ে গেল বৈতরণী পার।
হয়নি হয়তো সময় আমার
রেখেছি খুলে স্মৃতির দুয়ার।

আমার একা হাতে ভালবাসা অন্য হাতে প্রেমের ফুল
এপারে ওপারে পদ্মার দুপারে সবুজের মহড়ায় মশগুল ।
সীমানা গিয়েছে উড়ে সংস্কৃতি ঝড়ে তার সুবাসে ভরা দুইকুল
দুচোখে দুই নয়নমণি রবিঠাকুর আর প্রাণের কবি নজরুল ।