দুগ্গা দুগ্গা বলতে থাকো সবাই সমস্বরে
ভয় ভীত জ্বর অসুখ বিসুখ ঠিকই যাবে সরে।
কতদিনের দুঃখের পরে মা এসেছে ঘরে ঘরে
সরিয়ে দিয়ে বুকের জ্বালা, সব আনন্দেতে মাতরে।
লক্ষিমাতার ঝাঁপী কেমন জ্বলছে দেখো জ্বলজ্বল করে
মা বোনেদের চক্ষে খুশি তাইতো এত উপচে পড়ে।
কার্তিকের ফুর্তি দেখে, মুখটা কালো সরস্বতীর
শঙ্কা জাগে গনপতির, ধার করে ঘি খাওয়ার কি সুখ
            জনগণ বুঝবে দুদিন পরে !
এখন সরিয়ে দিয়ে বুকের জ্বালা, সব আনন্দেতে মাতরে।


দুগ্গা দুগ্গা বলতে থাকো সবাই সমস্বরে
কেননা নবান্ন আসবে ঠিকই সবার ঘরে।
দেবী ও কেমন হাংলা হয়ে আসে কৈলাস ছেড়ে
শিউলি কাশের দোলায় নয়, আসছে নোটের ঝড়ে।
কি ভাত ছড়ালে কাকের অভাব হয়?
তাই কা কা রবে গুণগান যে করতেই হয়।
দিনে দিনে অলস বেকার হবই, পচতে থাকব সবাই ঘরে ঘরে।
থাকবে সাথে খঞ্জনি আর ভিক্ষার ঝুলি হাতে শুধু মাধুকরী তরে।
এখন খাও দাও আয়েশ কর আনন্দে সব মাতরে
দুগ্গা দুগ্গা বলতে থাকো সবাই সমস্বরে।   দুগ্গা দুগ্গা