ইতিহাস হয়ে গেছে পরিহাস
এখন শুধু বাঁচা মানে হাঁসফাঁস
আমি নই উনাদের দাস ক্রীতদাস
সবই পেতাম যদি হতাম খুব খাস।

এ কোন ভারতবর্ষ চিনতে কষ্ট হচ্ছে
ঘরের রাম পড়ে পড়ে কাঁদছে
উপরতলা মহাবিদ্যায় হাত পাকাচ্ছে
নিয়ম শৃঙ্খলা বসে আঙুল চুসছে।

যুগে যুগে মানুষ হয়েছে মহান
সাথে সাথে এবং হয়েছে বেইমান।
কেউ কথা রাখে কেউ কথা রাখেনা
চিনে নিতে হবে মানুষ আর শয়তান।

ন্যায় বোধ নেই রাষ্ট্র যন্ত্রের
তায় উদগিরন বেদ মন্ত্রের।
হতো যদি দাতব্য চিকিৎসালয়
বাঁচতো মানুষ দেশের হতো জয়।