সংবাদে প্রকাশ পেয়েছে
তুষার ঝড়ে হারিয়ে গেছে;
        একটা গোটা পরিবার ।
আমি ও ভীষণভাবে অবাক
দুই সন্তান স্বামী স্ত্রী চালক;
         মিলে ছিল পাঁচজন।
হাজার ফুট খাদের নিচে
ভাঙ্গাচোরা গাড়ি মিলেছে ;
       লাশ মেলেনি কোথাও।
নামে ছবিতে খুব মিল
গলার স্বরে শঙ্খছিল;
        চিমটি কেটে জাগি।
এইতো দিব্যি বেঁচে আছি
কাগজ লিখেছে মিছিমিছি
        যত্তসব আজগুবী।
কালকে দেবে সংশোধনী
লিখে দেবে ঠিক জানি ;
      লাফিয়ে বাড়বে আয়ু।
নাকিসুরে বউ কেঁদে বলে
তুমি কি শেষে পাগল হলে?
      সত্যি আমরা গেছি মরে।
এই দেখো আমি শাঁখচুন্নী
তুমি বুড়োভূত তোমার পত্নী ;
      ছেলে দুটো চাংড়াভূত।
শুনে আমার চক্ষু চড়কগাছ
বুকেতে ঝড় ফুসফুসে হাসফাঁস;
    কিযে করি ধরফরিয়ে মরি ।  
হায় হায় আমার কিযে হলো
বৌউটা কেঁদে জাগিয়ে দিল ;
    ঘুমটা ভেঙ্গে অবাক হলাম।
দুঃসপ্নের ঘুম ঘুচে গেছে
এই শরীরে প্রাণটা আছে ;
    দেখি বাঁচতে ভালই লাগে ।