তোমার কৈলাসে সবাই ভাল?
বাবা কি এখন ঐসব নিষিদ্ধ খাবার নেয় ।
বাবার সাথে তুমি পেড়ে উঠনা, তাইনা !
নীলকন্ঠ পাখি তোমাকে খবর দেয়নি ।
আমরা যে অদৃশ্যমান অসুখে ভুগছি ।
আমরা বলতে বোঝাচ্ছি এই বিশ্ববাসী ;
প্রতিদিন এক আতঙ্কের মথ্যে আছি ।
তোমাকে যে বরণ করব,আল্পনা আঁকব  
নতুন পোশাক পরে আনন্দে মাতবো
         এমন কথা ভাবতেই পারছিনা ।


তবু কেউ কেউ অত্যুত্সাহে
দুয়ার খুলে দিতে চায়,
'বলে অসুখ থাকবে, মা'তো বার বার আসবে না ।
হাসি খুসিতে দুচোখ ভরে দেখতে বলেছে ।'


সাক্ষাত অতিমারির কবল থেকে বাঁচতে চাই ।
তুমি আমাদের এই প্রতিজ্ঞার পাশে থেকো ।
আমরা আমাদের ভবিষ্যত কিছুতেই
এক নিমেষে ধুলায় মিশে যেতে দেবনা ।


যদিও তুমি এসেছ শিউলির গন্ধ নিয়ে
তবু তোমায় দূর থেকেই করি নমস্কার ।
মনে কিছু করোনা তুমি তো অন্তর্যামী
তোমার চরণে থাকব পরে সময় এলে পর ।