সে ভালবেসে ভুল কিছু করেনি
     ওকে ভালবাসতে দাও।
       ঝরে ঝরে পড়া
করবীর কবরে ওকে ঘুমাতে দাও।।


সেতো বলেছিল শেষ
    ট্রেনে বাড়ি ফিরবেনা
       থাকুক অন্ধকারে তার জন্য
          কেউ আলো জ্বেলোনা।


নষ্ট চাঁদের ফাঁদে
     হাজার বিফল রাতে।
       কেউ কাঁদে কেউ হাসে
        কেউ উৎসবেতে মাতে।


তবু বুকের ভিতর বৈতরণী  
   জোনাকি নাকি রাতের রানী।
জানে সে সবটা জানে
   তাই অমা রজনীর গভীরে
       মুখ ডুবিয়ে বায়ছে তরণী।


কষ্ট যখন আকাশ ছোঁয়
     আকাশগঙ্গা হাত বাড়ায়।
চুপি চুপি ওকে বলে যায়
     আমার কাছে ঘুমাবি আয়।


হয়তো তার ভালবাসা
    হারিয়ে যাওয়া দুরের ভাষা।
থাকনা কারোর আলো হয়ে
    খুঁজে নিয়েছে সঠিক বাসা।


সে ভালবেসে ভুল কিছু করেনি
     ওকে ভালবাসতে দাও।
       ঝরে ঝরে পড়া
করবীর কবরে ওকে ঘুমাতে দাও।।


××× আজকের কবিতা কবি সআ-এর সৌজন্যে পেশ করলাম প্রিয় বন্ধু ।