দুঃখ


আয়নার মতন ভাঙ্গা একটা হৃদয় কাকে যে দেখায়
টুকরো টুকরো হাজার মুখ ব্যঙ্গ করে সবসময়
ইচ্ছা হয় পরাণ পাখি আকাশে উড়াই
শুন্য খাঁচা ফিরে দেখি কি মায়ায়
ছটফট টনটনে যন্ত্রণায়
কি করে সামলায়
এই ক্ষিপ্ত হৃদয়?
এই বরষায়
তুমি নেই
নেই...


সুখ


সবাই সুখ খোঁজে আর তুমি শুধু দুঃখ চাও।
খুব ভালো কথা পাঠিয়ে দিলাম
কবিতার দুঃখ জাহাজ ভরা
আরও আছে এক জন্মের দুঃখ বৃষ্টিরাত
একরাশ মৌনতায় একটা বোবা পাহাড়
নিরবিচ্ছিন্ন জেগে থাকা শেষ রাতের তারা
না ফুটতে পারা ফুলের আর্তনাদ
লোভের লালসায় খসে যাওয়া কিছু স্বপ্ন
ওদের দুঃখগুলো সব সুখ করে পাঠিয়ে দিও।
আমার ডাক বাক্সে...
কেমন !
ঠিকানা পাঠিয়ে দেবো বুনোহাঁসের পালকে।