প্রেমবিহীন


আকাশের মতন ঝিম নয়নে চেয়ে আছো প্রিয়।
বৃষ্টির মতন ঝর্ঝর রিমঝিমে ঝরিয়ে সব দিও ।
শিউলি ফোটা সকাল হও
মন্দ মৃদু সুবাস ছড়াও
দূ্র সে দেশে যেতে বাঁধন ছেঁড়া ডাক পাঠাও।



কর্মহীন


এমনি যে চলে প্রতিদিন দুঃখ রবিবার,
যেওনা কেউ বাইরে থাক ঘরের ভিতর,
কিন্তু পেট যে কথা শোনেনা
কর্মহীন বাপ, ছেলে তা বোঝেনা।
এ কেমন জীবন হোল জেগে ঘুমাবার?