সহজ


আমিও চেষ্টা করি সহজ হবার
সরল কথা বলি হাঁটি সহজ পথে।
বিশ্বাসে মানুষের পাশে আছি
মাঝে মাঝে ঠকি তবু ও থাকি ;
     ইচ্ছা হলে তুমিও থাকতে পারো সাথে?
এত সহজ যে সেখানে দর কষাকষি নেই,
সহজ এমন সূর্যের আলো এমনি বয়ে যায় ।
তব ও জানি কেউ কেউ নজর করে জানে বোঝে...
পাশে আসে কথা বলে - কেমন সব ভালো তো?
          তুমি কি থাকবে আমার সাথে।


কঠিন


একদিন সবার মাথার ছাতা হারিয়ে যায়
একদিন গুটিপোকা প্রজাপতি হয়ে উড়ে যায়;
তাঁরা দেখিয়ে গেছে জীবন সহজ চলার পথ
সেপথ ধরেই চলি যেন সামনে আলোর রথ;
      উত্তরসুরি ওরাও আসবে শান্ত স্নিগ্ধতায় ।
হয়তো এই সহজ চলায় হয়ে উঠবে বেশ কঠিন,
দেহ মনের যন্ত্রণায় এমন মনে হতেও কঠিন ;
একমুহূর্ত বেঁচে থাকাও যেন স্ফটিকসম কঠিন
মৃত্যুকে ডাক দেয় - হে বিস্বচরাচর করো পরিত্রান।
       জীবন তখন অহর্নিশি অন্য এক জীবন।