ফুল কিম্বা কবি


বর্ণে গন্ধে গোলাপ ফোটে
গ্রীষ্মে ফোটে বেল চামেলি।
বসন্তমাস শিমুল পলাশ
শরতে শিশির ভেজা শিউলি।
কারোর দেখার ভুলে তুমি কি ফুল নও
      ফুলজন্ম কি বৃথা সুবাসহীনা বনফুল !
কবিরা জানে তারা সবসময়ের কবি
     পাড়া প্রতিবেশীর ভাবনাতে হয় ভুল।


মহামানব


উনি বেশ দিব্বি আছেন
খায় ঘুমায় ত্যাগের মন্ত্র পড়েন।
ভালোর জন্য কত্ত ভাবেন
ভেবে ভেবে দাড়িতে মাটি ছোঁবেন।
আহা মাটির মানুষ কিনা
     চোখের জলে ভাসেন।
লাশ ভিজিয়ে গঙ্গাতে
     আসল মুক্তি খোঁজেন।